নিজস্ব প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর দাখিল মাদ্রাসার খেলার মাঠ সংস্কারের নামে জাল দিয়ে ঘিরে গাছ লাগিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (০৯-০৩-২০২৫) বালারহাট টু জায়গীর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অত্র মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ছাড়াও এলাকার সচেতন নাগরিক সমাজ অংশ নেন। তারা অভিযোগ করেন, মাদ্রাসার মাঠটি শিক্ষার্থীদের খেলার একমাত্র স্থান, অথচ এটিকে খেলার অনুপযোগী করে তোলা হচ্ছে।
সাবেক শিক্ষার্থী আর এইস রিপন আহমেদ বলেন, “আমার স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ, যেখানে শৈশবের গুরুত্বপূর্ণ সময় কেটেছে, সেখানে গাছ লাগিয়ে শিক্ষার্থীদের খেলা ধূলার পরিবেশ বন্ধ করা হয়েছে । ইতিমধ্যে মাঠটি জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলার পরিবেশ নষ্ট করছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”
বিক্ষোভকারীরা এ সময় মিঠাপুকুর থানার পুলিশের কাছে বিষয়টি অবহিত করেন এবং দ্রুত সমস্যার সমাধান করার দাবি জানান। তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের জন্য মাঠটি খেলার উপযোগী রাখা জরুরি।
এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা মাঠটি অবৈধ দখলমুক্ত করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply