মোছা: জান্নাতুল ফেরদৌস
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী ৯ম বার্ষিক নাট্যোৎসব ২০২৫। নাট্যোৎসবটি আগামী ৪ মে (রবিবার) শুরু হয়ে চলবে ১২ মে ( সোমবার) পর্যন্ত। সন্ধ্যা ৬টা ও ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে দুটি করে মোট ১৮টি নাটক। এই আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মেধা, সাংস্কৃতিক অনুশীলন ও থিয়েটারচর্চার একটি বিশাল প্রকাশ মাধ্যম হয়ে উঠবে বলে আশাবাদী উক্ত বিভাগ সংশ্লিষ্টরা।
উৎসবের উদ্ধোধনী দিন অর্থাৎ ৪ মে প্রদর্শিত হবে, ইতি বিনোদিনী (রচনা: ব্রজেন্দ্র কুমার দে ও ধনঞ্জয় ঘোষাল থেকে অনুপ্রাণিত, নির্দেশনা: তৃপ্তি রাণী রায়) এবং কোকিলারা (নাট্যকার: আবদুল্লাহ আল মামুন, নির্দেশনা: মনিসা সাহা)। এছাড়াও ৫ মে, তেজ (তেজ কবিতা অবলম্বনে, নাট্যরূপ ও নির্দেশনা: আফিয়া জাহান প্রার্থনা), ভার্সেস অব ব্লাড এন্ড ফায়ার (রাধারমণ ঘোষের পদাবলী অবলম্বনে, নির্দেশনা: মো. শাকিল আহমেদ)। ৬ মে, কোয়েশ্চান মার্ক (রচনা ও নির্দেশনা: জাফরিন হক তরু), লেডি আওই (রচনা: ইউকিও মিশিমা, অনুবাদ: সাঈদ আহমেদ, নির্দেশনা: পিপাসা সাহা গৌরী)। ৭ মে, বীক্ষণ (নাট্যকার: মন্মথ রায়, নির্দেশনা: পরাগ বর্মণ), পাখি (নাট্যকার: মনোজ মিত্র, নির্দেশনা: ইশরাত জান্নাত)। ৮ মে, ভেরোনিকার নতুন জীবন (পাওলো কোয়েলহো’র উপন্যাস অবলম্বনে, নির্দেশনা: রাফেল আফ্রাদ), অতসী মামী (মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে, নির্দেশনা: ফারহানা আমবেরীন লিওনা)। ৯ মে, কাঁটাতারে প্রজাপতি (সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে, নির্দেশনা: পল্লব কুমার বিশ্বাস), জিনের বাদশা (কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে, নির্দেশনা: ফাতেমা তুজ যাহরা)। ১০ মে, লবিং (নাটক: কষ্টি পাথর অবলম্বনে, নির্দেশনা: মো. শাহীন আলম), মৃত্যুঞ্জয় (নাটক: জন্মদিন অবলম্বনে, নির্দেশনা: সামিয়া সুলতানা চারু)। ১১ মে, ডলস হাউজ (নাট্যকার: হেনরিক ইবসেন, নির্দেশনা: প্রিয়াংকা রাণী দাস), গেম অব গ্রিড (বিধায়ক ভট্টাচার্যের গল্প অবলম্বনে, নির্দেশনা: লাবণী রাণী পন্ডিত)।
সর্বশেষ ১২ মে, দ্যা স্টেশনারি শপ অব তেহরান (নাট্যকার: মারজান কামালি, নির্দেশনা: সুমাইয়া খান কানিজ), মুক্তি (সারা কেইনের নাটক ব্লাস্টেড থেকে অনুপ্রাণিত, নির্দেশনা: হাবিবা আক্তার পিংকী) প্রদর্শনের মাধ্যমে নাট্যোৎসবটির সমাপ্তি ঘোষণা করা হবে।
এবারের উৎসবের প্রযোজনাগুলোতে উঠে এসেছে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য এবং সমকালীন জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা। নবীন নাট্যনির্দেশকবৃন্দ তাদের সৃজনশীলতা, নাট্যদৃষ্টি ও পারফরম্যান্সের দক্ষতায় প্রতিটি প্রযোজনাকে নান্দনিকভাবে মঞ্চায়ন করতে নিরলস পরিশ্রম করছেন। নাট্য নির্দেশনা (ব্যবহারিক) কোর্সটি তত্ত্বাবধান করছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
প্রসঙ্গত, দর্শকরা নির্দিষ্ট স্টল থেকে টিকেট সংগ্রহ করে নাটকগুলো উপভোগ করতে পারবেন। এছাড়াও দর্শকরা নির্দিষ্ট মূল্য পরিশোধ করে একটি মাস্টার টিকেট সংগ্রহ করতে পারবেন যা ব্যবহার করে সকল নাটক উপভোগ করা যাবে।
Leave a Reply