সারোয়ার হাসান সজীব, জাবিপ্রবি প্রতিনিধি।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘বি-ইউনিট’ (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা মে)সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী একযোগে আয়োজিত এই পরীক্ষায় জাবিপ্রবি কেন্দ্রে মোট ১,৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১,০৯৬ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৫.৫৬ শতাংশ।
পরীক্ষার সময় জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে উপাচার্য জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি পরীক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসগুলো সকাল ৮টা থেকে ফৌজদারি মোড় থেকে ক্যাম্পাসে চলাচল করে। এই উদ্যোগে পরীক্ষার্থীরা বিনামূল্যে যাতায়াত করতে পেরেছেন বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী তৌসিফ আহম্মেদ তন্ময় বলেন,“ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। তারা যেন কোনো ধরনের অসুবিধায় না পড়ে, সেজন্য আমরা বিশুদ্ধ পানি, কলম ইত্যাদি সরবরাহ করেছি।”
গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা চলছে। এর অংশ হিসেবে জাবিপ্রবিতেও বিভিন্ন ইউনিটের অধীনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে ২৫ এপ্রিল সি-ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়।
পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, পানির ব্যবস্থা এবং বসার জন্য সামিয়ানা টানানোসহ নানা সেবামূলক ব্যবস্থা গ্রহণ করে জাবিপ্রবি প্রশাসন।
Leave a Reply