1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চোখ হারানো ৪ জুলাই যোদ্ধার বিষপান, পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবি পীরগাছায় নানা আয়োজনে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত- ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীর উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে লং মার্চ শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ অর্জন করতে হয় প্রার্থীদের নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী ‘নজরুল জয়ন্তী’ বাকৃবির জিটিআইয়ের পরিচালক হলেন অধ্যাপক ড. মোজাম্মেল তরুণদের দ্বীনি মূল্যবোধে উদ্ধুদ্ধ করতে রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির সৃজনশীল উদ্যোগ অতিরিক্ত ছুটি কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের গোপালগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬০ বার পাঠ করা হয়েছে

জেলা প্রতিনিধি : ফেনীর পরশুরাম উপজেলায় মৃত ভাইয়ের অর্থ আত্মসাৎ, পরিবারের ওপর হামলা ও জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এর সুষ্ঠু বিচার দাবি করেছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, পরশুরামের মির্জানগর ইউনিয়নের সত্য নগরের ভুঞা বাড়ির জাফর আহমদ তার ভাই টিপু ও বোন নাসিমা আক্তারকে পৈতৃক সম্পত্তি না দিয়ে ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নাসিমা আক্তার জানান, আমরা জাফর আহমেদের এসব জুলুমের ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা জামায়াতের কাছে অভিযোগ দিয়েছি। আশা করি তারা সুরাহা করবেন। না হলে আমরা পরবর্তীতে আইনের দ্বারস্থ হবো।

তিনি আরও জানান, তার ভাই তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং বাড়িতে ঈদ উদযাপন করতে বাধা দেয়। এছাড়াও এলাকায় জমি কিনতে গেলে তিনি জমি কিনতেও তাকে বাধা দিয়েছেন।

জাফর আহমেদের মৃত বড় ভাই আব্দুস সাত্তারের স্ত্রী মনোয়ার বেগম অভিযোগ করে জানান, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তার পরিবারের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তারা ভয়ে বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। তার ভয়ে আতঙ্কিত হয়ে ছেলের বউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

আব্দুস সাত্তারের ছেলে রাকিব বিন সাত্তার অভিযোগ করে বলেন, আগেও মীমাংসিত তিন লাখ টাকা তার চাচা জাফর পরিশোধ করার কথা থাকলেও ওই টাকা পরিশোধ না করে বেআইনিভাবে আমাদের ওপর চাপিয়ে দিয়ে হয়রানি করছে। আমার চাচা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে আমার মা ও স্ত্রীকে ভয়-ভীতি এবং একাধিকবার হামলা করেছে। আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমি তুরস্ক থেকে দেশে চলে আসতে বাধ্য হয়েছি।

এবি পার্টির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে এ বিষয় অভিযুক্ত জাফর আহমেদ জানান, জামায়াত করার কারণে চারবার জেলে যেতে হয়েছে। জামায়াতের সঙ্গে তিনি ছাত্র জীবন থেকে জড়িত।

তিনি আরও জানান, মৃত ভাইয়ের সম্পত্তি দখল করেননি বরং সুষম বণ্টন করে ভাইয়ের ওয়ারিশদের বুঝিয়ে দিয়েছেন। একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে।

এ বিষয়ে এবি পার্টির ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী জানান, জাফর আহমদ আমাদের এবি পার্টির সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তিনি এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানতে পেরেছি।

এ বিষয়ে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান জানান, আমরা জাফর আহমদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টা পারিবারিক একটা বিরোধ এটা নিয়ে আমরা বসবো। বসে উভয় পরিবারের মধ্যে সমাধান করার উদ্যোগ গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি