মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিবন্ধী চাচাকে মারধর ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর করে। ঘটনাটি উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের ফারুক মাঝির(৪২) সাথে ঘটে।ফারুক মাঝি জানান,গত ৪ মে রবিবার নিজ বাড়িতে লাগানো ফলের গাছ তার ভাইয়ের ছেলে নবীন(২৭) ও রবিউল(৩০) লাগাতর কাটতে শুরু করে। এসময়ে তিনি বাঁধা দিলে নবীন,রবিউল,আল আমীন তাকে এলোপাথাড়ি মারধর করে।পরবর্তীতে আত্মীয় কামরুল মাঝি ও পারুল বেগমের উপস্থিতিতে হামলাকারীরা তার (ফারুক মাঝি) জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ীটি ভাঙচুর করে এবং তার পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে জোর পায়তারা চালায়।এছাড়াও তাকে বাড়ি ছাড়া করার এবং মেরে ফেলার হুমকি প্রদান করে। অন্যদিকে ফারুক মাঝি শারিরীকভাবে প্রতিবন্ধী কিন্তু প্রতিবেশী স্বজনদের কাছে থেকে পাচ্ছে না সহানুভূতি। এখন বসতবাড়ি থেকে উচ্ছেদ ও প্রান হারানোর শঙ্কায় কাটছে প্রতিটি মুহূর্ত। তাই পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ নিয়ে বানারীপাড়া থানা পুলিশের দারস্থ হয়েছে শারীরিক প্রতিবন্ধী ফারুক মাঝি।৮ মে বৃহস্পতিবার ফারুক মাঝি মোঃ কামরুল মাঝির বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি সাধারন ডায়রি করেছেন যার নং ৩৫৭।
এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান,আমরা ইতিমধ্যে একটি অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীদের সর্বোচ্চ সহযোগিতা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
Leave a Reply