মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া এলাকায় নাশকতা প্রতিরোধী পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৪ মে ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলায় চলমান নাশকতা বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার হতে পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি শহিদুল ইসলাম উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “এই অভিযান নাশকতা বিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের চলমান পদক্ষেপের অংশ। গ্রেফতারকৃত ব্যক্তিকে আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply