কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই থেকে। বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, ভর্তি কার্যক্রম চলবে ১২ থেকে ১৫ মে পর্যন্ত। এছাড়া, ১৬ মে পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাইগ্রেশন চালু বা বন্ধ করতে পারবেন। এছাড়া ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশিত হবে আজ (৮ মে) রাত ১২টার পর।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৫ এপ্রিল
Leave a Reply