1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে সম্পন্ন গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতর হার ৯০.৯৬% ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা বানারীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর উপরে হামলা ও একমাত্র আয়ের অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর; গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে সাবেক আরএমওসহ ৩জনের নামে দুদকের পৃথক দুটি মামলা দায়ের দিন দিন আমরা একটি পেপারলেস কমিউনিটির দিকে এগিয়ে যাচ্ছি- নোবিপ্রবি উপ-উপাচার্য কুবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১ জুলাই গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি পুবালী সুজের স্বত্ত্বাধিকারী ইসহাক খাঁনের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ মুসলিম হোস্টেলের চুরির চারদিন পেরিয়ে গেলেও প্রশাসনের দায়সারা ভূমিকা ববি উপাচার্যের পদত্যাগের ১দফ দাবিতে ছাত্র-শিক্ষকদের সংহতি সমাবেশ ও বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে মামলার স্বাক্ষী দেয়া প্রতিহত করতে স্বাক্ষীর ১৪ বছরের শিশুপুত্রকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। 

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পাঠ করা হয়েছে

 

অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মৌজার ঝাকুয়াপাড়া গ্রামের মৃত: নসির সরকারের পুত্র অবসরপ্রাপ্ত আর্মি সৈনিক আব্দুল আজিজ সরকার তার পুত্র মোঃ শামীমকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখম করা হলে,

বিগত ২০২২ সালে কুড়িগ্রামের উলিপুর থানায় মৃত: আব্দুস ছামাদ মাস্টারের দুই পুত্র মাহবুব মজনু (৪৭), মিজানুর রহমান মিঠু (৩২), মৃত: আব্দুল মজিদের পুত্র সিরাজুল ইসলাম (৪৭), মৃত: রহিমল মিয়ার দুই পুত্র আক্তার হোসেন (৩৭) ও আব্দুর রশিদ (৪৯), আজিজুল হকের পুত্র আপেল মিয়া (৪৪) এবং আজিজুল হক (৫৭)সহ ৮ জনের বিরুদ্ধে মামলা নং-১৩ তাং- ১১/৫/২০২২ইং দায়ের করেন।

 

আগামি ২০ এপ্রিল আদালতে উক্ত মামলার স্বাক্ষীর দিন ধার্য রয়েছে। স্বাক্ষীরা যাতে আদালতে স্বাক্ষ্য দিতে না পারে সেটি প্রতিহত করতে উল্লেখিত মামলার আসামি গং বেশ কয়েক দিন হতে অপতৎপরতা চালাচ্ছে এবং উক্ত মামলার ৭ নং-স্বাক্ষী মোঃ বিপ্লব ও তার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে

হুমকি দেয়া হচ্ছে ।

 

এরই ধারাবাহিকতায় অবশেষে স্বাক্ষী বিপ্লবের শিশুপুত্র ফারদি (১৪)’ কে গোড়াই রঘুরায়হাট সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যান্তরে শিশুটিকে মো: রফিকুল ইসলাম, পিতা মৃত: মনির উদ্দিনের হুকুমে মাহাবুবার রহমান মজনু পিতা- মৃত: সামাদ মাস্টার, আক্তারুল ইসলাম, পিতা- মৃত: রহিমল, মিজানুর রহমান মিঠু (২৫), পিতা- মৃত: সামাদ আলী, শিশুটিকে মারপিট করে আহত করার সময় স্বাক্ষীদের ধাওয়া খেয়ে স্কুলমাঠে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় স্বাক্ষীরা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে রেখে আসে। এমতাবস্থায় শিশুটি থেমে থেমে বমি করায় তার মা মোছাঃ ফেরদৌসী বেগম স্বামী বিপ্লবের অবর্তমানে শহরের এক আত্মীয়ের সহযোগিতায় শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়।

 

শিশুটি এখন কুড়িগ্রাম সদর হাসপাতালের সার্জারী বিভাগের ২নং ওয়ার্ডের ফ্লোরে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

প্রায় সজ্ঞাহীন শিশুটির মা ফেরদৌসী বেগম জানিয়েছে, শিশুটিকে নির্যাতনের ঘটনায় থানায় যাতে কোন মামলা দায়ের করা না হয় এজন্য তাকে এবং ঢাকায় বাস কাউন্টারে চাকুরীরত তার স্বামীকে মোবাইলে জীবন নাশের হুমকিসহ তাদের ছেলেকে গুম করে দেয়া হবে বলে হুমকি দেয়া হচ্ছে।

 

 

এ ঘটনায় স্থানীয় লোকজন ও স্বাক্ষীগন জানান, বিবাদীরা একটি দলের ছাত্র ছায়ায় গ্রাম থেকে শহরে অরাজকতার সৃষ্টি করছে।

 

বিবাদীরা এলাকায় দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদী উলিপুর থানায় স্বাক্ষীকে আাদালতে স্বাক্ষ্য প্রদানে বাঁধা এবং শিশু নির্যাতনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি