হুসাইন আল হিমেল, উপজেলা প্রতিনিধি, ডিমলা (নীলফামারী):
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” — এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ২০২৫। এ উপলক্ষে আজ সকাল ১০টায় ডিমলা উপজেলা চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেয় পরিবহন, নির্মাণ, কৃষি, গার্মেন্টস ও হোটেল শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, ও দাবি-দাওয়াসংবলিত প্ল্যাকার্ড। তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক অধিকার বাস্তবায়ন ও জীবনমান উন্নয়নের দাবিতে শ্লোগান দেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মহোদয়। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, শ্রমিক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচকরা বলেন, “১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের সেই ঐতিহাসিক আন্দোলনের পথ ধরেই আজকের এই মে দিবস। শ্রমিকদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না। দেশের অগ্রগতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমিক শ্রেণি।”
বক্তারা আরও বলেন, “বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়েই টেকসই উন্নয়ন সম্ভব।”
অনুষ্ঠান শেষে কয়েকজন শ্রমিককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
মহান মে দিবসের এই আয়োজনকে ঘিরে ডিমলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply