সুবংকর রায়, ইবি প্রতিনিধি।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয় সমূহের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিতির হার ছিল ৯০.৯৬ শতাংশ।
শুক্রবার (৯ মে) বেলা ১ টায় ভর্তি পরীক্ষা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এই তথ্য জানান। ইসলামী বিশবিদ্যালয় সহ দেশের ১৯টি বিশবিদ্যালয়গুলোতে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের সদস্যরা।
অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “খুবই সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে, নিরাপত্তার কোনো সমস্যা নেই, অভিভাবকরাও পরীক্ষার হলের আশেপাশে নেই। গুচ্ছ যে স্বল্প খরচে কম সময়ে পরীক্ষা দেওয়ার একটি ভালো মাধ্যম এটা আবারও প্রমাণিত হলো।”
উল্লেখ্য, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স, র্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক ও পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্নার, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান ছিল
Leave a Reply