ক্যাম্পাস২৪ প্রতিবেদক: রাজধানীর ডেল্টা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সর্বোস্তরের চিকিৎসকরা।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচিতে এ আল্টিমেটাম দেন রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা।
এসময় চিকিৎসক নেতারা বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানে ডা. সাদী একজন নেতা, তাঁর শরীরে এখনও ক্ষতের দাগ রয়েছে। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া একজন যোদ্ধাকে জেলহাজতে ঢুকানো হঠকারী সিদ্ধান্ত। ২৪ ঘন্টার মধ্যে ডা. সাদীকে মুক্তি দিতে হবে, নয়তো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন চিকিৎসক সমাজ।’
তাঁরা বলেন, ‘জুলাই বিপ্লবে যারা চিকিৎসা দিয়ে মানুষকে বাঁচিয়ে রেখেছে বিপ্লব সফল হওয়ার পর সেই চিকিৎসকে কেন আটক করা হবে? ২৪ ঘণ্টার মধ্যে ডা. সাদীকে মুক্তি না দেওয়া হলে ২৪এর গণ-অভ্যুত্থানে আহতদের নিয়ে আন্দোলন করা হবে এবং শাহবাসহ ঢাকার মুল মুল পয়েন্টগুলো অবরোধ করে অচল করে দেওয়া হবে।’
মানববন্ধনে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জেনারেল সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. রুহুল আমিনসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকায় শহীদ ইসমাইলের চিকিৎসার অবহেলা অভিযোগে ১৭ জানুয়ারি ডা. সাদীসহ ৫ জনকে গ্রেপ্তার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। পরে শনিবার (১৮ জানুয়ারি) তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর হিরণ মোল্লা এ ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেন।
এনএইচ
Leave a Reply