হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবছর গুচ্ছ থেকে বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার আয়োজন করে। গত ৫,৬ ও ৭ মে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে অনুষ্ঠিত হয়।যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলো স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দল- ৫’মে ২০২৫ইং (সোমবার) থেকে ৭’মে ২০২৫ইং (বুধবার) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতার লক্ষ্যে ভলেন্টিয়ার হিসেবে সর্বোচ্চ পরিমাণে দায়িত্ব পালন করেছে।
একইসাথে অসুস্থ পরিক্ষার্থীকে তার হলরুমে পৌঁছে দেওয়া। গুরুতর অসুস্থ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে স্ট্রেচারে বহন করে নিয়ে যাওয়ার মতো মানবিক কাজগুলো করেছে।
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ১ম দিনেই ১০জন শারীরিক প্রতিবন্ধীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে সহায়তা করে হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দল। ১ম দিনের, ২য় শিফটে অংশগ্রহণকারী এক পরিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে যায়। তখন তাকে রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার (সেচ্চাসেবক) দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পৌঁছাই দেয় হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দল।
এই বিষয়ে হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান দলনেতা রাহাতুল গনি জানান,” তিনি ওই সময় ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন। পরীক্ষার্থীর অসুস্থতার কথা জেনে, তিনি দ্রুত রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ারদের ঘটনাস্থলে স্ট্রেচার নিয়ে আসতে বলেন। ফার্স্ট এইড ট্রেনিং প্রাপ্ত নারী ভলেন্টিয়ারের সাহায্য নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেলে পাঠানো হয়”।
২য় দিন ও ৩য় দিনেও পর্যায়ক্রমে, হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দল সর্বোচ্চ পরিমাণে প্রায় ৪০জন ভলেন্টিয়ার সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার লক্ষ্যে। ৭’মে ভর্তি পরীক্ষার শেষ দিনে মোট ১৫জন শারীরিক প্রতিবন্ধীকে সাহায্য করে রেড ক্রিসেন্টের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের ৫৩৪নং রুমে ৩য় শিফটের পরীক্ষা শেষে এক মেয়ে পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে যায়। তখন রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা দ্রুত স্ট্রেচার নিয়ে যায়। এবং এম্বুলেন্সকে খবর দেয়। পরে সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে এম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পৌঁছে দেওয়া হয়।
হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্টের প্রধান দলনেতা ও সহঃ প্রধান দলনেতাদের নেতৃত্বে ভর্তি পরীক্ষায় অগ্রনী ভূমিকা পালন করেছে রেড ক্রিসেন্ট। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত সকল পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দল।
Leave a Reply