1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইয়াসির ও মিরাজ গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন ইবিতে সম্পন্ন গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতর হার ৯০.৯৬% ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা বানারীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর উপরে হামলা ও একমাত্র আয়ের অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর; গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে সাবেক আরএমওসহ ৩জনের নামে দুদকের পৃথক দুটি মামলা দায়ের দিন দিন আমরা একটি পেপারলেস কমিউনিটির দিকে এগিয়ে যাচ্ছি- নোবিপ্রবি উপ-উপাচার্য

আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫ বার পাঠ করা হয়েছে

 

সুবংকর রায়, ইবি প্রতিনিধি

স্বৈরাচার ও ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা। প্রায় ১ ঘন্টার মতো সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে তিনটায় টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় শিক্ষার্থীরা সমবেত হন। পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় মূল ফটকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এসময় ইবি সহ-সমন্বয়ক তানভীর মন্ডলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক গোলাম রব্বানী, নাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাদেক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের একশান একশান, ডাইরেক্ট একশান; খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; চব্বিশের একশান, ডাইরেক্ট একশান; আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই; ব্যান ব্যান, আওয়ামী লীগ; আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ক্ষমতা না জনতা, জনতা জনতা; ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর; গোলামী না আজাদী, আজাদী আজাদী; সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভে বক্তারা বলেন, “রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের প্রেক্ষিতে কোনো আন্তর্জাতিক সংস্থার মতামতের অপেক্ষায় থাকাটা দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সতর্ক থাকতে হবে—যদি তারা আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে শিক্ষার্থীরাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।”

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, “আজকে প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও আমাদের যে ম্যান্ডেট ছিল খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার, কিন্তু ইন্টেরিম এখনো তা এখনো নিশ্চিত করতে পারেনি। অনেকেই বলে যে ইন্টেরিমের বৈধতা কি, আমি তাদের বলতে চাই এই ইন্টেরিমের বৈধতা হচ্ছে আমার ১৬শ শহীদ ভাইয়ের রক্ত৷ আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে পারিনি এটা বিপ্লবীদের ব্যর্থতা। কিন্তু বিপ্লবীরা এখনো রাজপথ ছাড়েনি। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে না পারলে জুলাই শহীদদের প্রতি আমাদের দায়িত্ব থেকে কখনো রেহাই পাব না।”

ইবি শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া বলেন, “যারা জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে আজকে আবার তাদের মাঠে নামতে হয়েছে। আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেছি। দ্রুত হত্যাকারীদের বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই ব্যাপারে কোনো প্রকার গড়িমসি চলবে না। সেইসাথে জুলাই বিপ্লবের সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।”

খেলাফতে ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ বলেন, “ এমন কোনো অপরাধ নেই যা ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ করে নাই। তাই তাদের বিচার ও নিষিদ্ধ এখন সময়ের দাবী।ছাত্ররা তাদের আন্দোলন শুরু করেছে, এর শেষ কোথায়—তা সময়ই বলে দেবে। কেউ যদি আমাদের দুর্বল ভাবে, তাহলে সেটা হবে তাদের ভুল। ঠিক যেভাবে ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই অভ্যুত্থান সফল করেছে ঠিক সেভাবেই অন্তবর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আবার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নামবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি