কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জন্য নির্ধারিত ওষুধ সরবরাহ কেন্দ্রের ছাদের প্লাষ্টার হঠাৎ করে খসে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০টার নাগাদ হঠাৎ বিকট শব্দে ছাদের একাংশের প্লাষ্টার খসে পড়ে। ঐ সময় ওষুধ গ্রহণ করতে আসা বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজন সেখানে উপস্থিত ছিলেন। তারা আতঙ্কিত হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভবনটি পুরোনো হওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভবনের ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। বারবার অভিযোগ করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত ভবনের সংস্কার দাবি করেন, যেন ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
Leave a Reply