র,প,ই প্রতিনিধি : শরিফ মন্ডল
ঢাকা, ২ মে শুক্রবার
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে আজ বিকাল ৩টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক জরুরি যৌথ সভার আয়োজন করা হয়। সভায় আইডিইবি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় কারিগরি শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে প্রধানভাবে গুরুত্ব পায়—শজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা ও পদবি পরিবর্তন। এছাড়াও, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা না রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়।
কারিগরি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীরা চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম চালু ও ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে করার দাবি তোলে। উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে অন্যদের নিয়োগ বন্ধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও সভায় গুরুত্ব পায়।
এছাড়া, কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করা হয়। শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবিও জানায়।
সভায় পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। একই সঙ্গে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) অস্থায়ী ক্যাম্পাস চালু করে ডুয়েটের অধীনে শতভাগ ভর্তি নিশ্চিতের বিষয়ে সুপারিশ করা হয়।
Leave a Reply