র,প,ই প্রতিনিধি : শরিফ মন্ডল
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ জনাব হাসান মোঃ কামরুজ্জামান আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
জনাব কামরুজ্জামান দীর্ঘ কর্মজীবনে একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন একজন মানবসেবী ব্যক্তিত্ব, যিনি শিক্ষার্থীদের উন্নয়ন ও প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য সবসময় কাজ করে গেছেন। তার মৃত্যুতে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ পুরো শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত।
প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ বলেন, “তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা। শুধু শিক্ষক হিসেবেই নয়, একজন অভিভাবকতুল্য মানুষ হিসেবে তিনি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বকে হারালাম।”
অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। তার হাতে গড়া অনেক শিক্ষার্থী এখন দেশ-বিদেশে সুনামের সঙ্গে কর্মরত।
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা মাঝে শোক পরিস্থিতি তৈরি হয়। সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
তবে এখন পযন্ত তার জানাযা কবরস্থান কোথায় হবে সুনির্দিষ্ট ভাবে জানা যায় নি।
Leave a Reply