র,প,ই প্রতিনিধি : শরিফ মন্ডল
দেখে প্রথমে অনেকেই ভাবতে পারেন এটি কোনো পার্ক। কিন্তু না, এটি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাস। প্রতিষ্ঠানের প্রধান একাডেমিক ভবনের সামনেই নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা, যা ইতোমধ্যেই শিক্ষার্থীদের ও দর্শনার্থীদের নজর কাড়ছে।
এই ঝর্ণাটি কেবল সৌন্দর্যই নয়, বরং একটি শৈল্পিক পরিবেশ তৈরিতে সাহায্য করেছে। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানান অনেক শিক্ষার্থী ও শিক্ষক।
বাকাছাপ রংপুর পলিটেকনিক শাখার সহ সভাপতি মোয়াজ হোসেন বলেন, “প্রযুক্তি শিক্ষার পাশাপাশি একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসে নির্মিত এই ঝর্ণাটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেবে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। আমাদের লক্ষ্য শুধু পঠনপাঠন নয়, একটি পরিপূর্ণ শেখার পরিবেশ তৈরি করা।”
ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এই ঝর্ণাটি ইনস্টিটিউটের একটি নতুন চিহ্ন হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। আগত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
Leave a Reply