বাকৃবি প্রতিনিধি : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রথম মাইগ্রেশনের প্রাথমিক নিশ্চয়নের সময় শেষ হয়েছে। যেসব শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিশ্ববিদ্যালয় বা বিষয় পরিবর্তন করতে চাননি, তাদের মাইগ্রেশন বন্ধের সময়সীমা ছিল ২ মে রাত ১২টা পর্যন্ত।
তবে এখনও মাইগ্রেশনের সুযোগ রয়েছে। যারা ইচ্ছুক, তারা দ্বিতীয় ও তৃতীয় অটোমাইগ্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি ফি হিসেবে প্রথমে ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন।
আগামী ৬ মে প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর, শূন্য আসন থাকলে অপেক্ষমাণ তালিকাভুক্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে। এ তালিকায় থাকা প্রার্থীদের ৭ মে থেকে ১০ মে’র মধ্যে ভর্তি ফি (১০,০০০ টাকা) অনলাইনে জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।
এরপর, দ্বিতীয় মাইগ্রেশন শেষে অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ করা হবে ১৪ মে। সে অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত। যদি এরপরও আসন খালি থাকে, তাহলে তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হবে ২০ মে এবং সে অনুযায়ী ভর্তি চলবে ২২ থেকে ২৪ মে পর্যন্ত।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল কৃষি গুচ্ছভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২২ এপ্রিল পর্যন্ত মেধা ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল।
Leave a Reply