মোছা: জান্নাতুল ফেরদৌস
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট তথা মানবিক শাখার ভর্তি পরীক্ষা।
শুক্রবার (২ মে) সকাল ১১টায় কলা অনুষদের ( বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ৫,৪৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরীক্ষার দিন শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিরলসভাবে কাজ করেন। যানজট নিয়ন্ত্রণ, পরীক্ষাকেন্দ্র দেখিয়ে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ নানা দায়িত্ব পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবক সদস্যরা। তারা পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া, পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় চেকিং সহযোগিতা, প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনে সহায়তা, পার্সনাল আইটেম জমা রাখা ও পরীক্ষার হল খুঁজে পেতে সাহায্য করছিলেন।
বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি মো. মাজহারুল হোসেন তোকদার জানান,
“বি ইউনিটের ভর্তি পরীক্ষায় আমাদের ৪৬ জন সদস্য শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের চিকনার মোড় থেকে শুরু করে ১ নম্বর গেট ও পার্কিং এলাকাসমূহে দায়িত্ব পালন করছি। যানজটমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।”
রোভার স্কাউটদের এক সদস্য জানান,
“গাড়ি পার্কিং ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ ও পরীক্ষার্থীদের ফোন বা প্রয়োজনীয় সামগ্রী জমা রাখার ব্যবস্থা আমরা করছি, যেন তারা কোনো ভোগান্তিতে না পড়েন।”
এক স্বেচ্ছাসেবী সদস্য বলেন,
“আমরা চেষ্টা করছি যাতে কোনো পরীক্ষার্থী বিভ্রান্ত না হন। পরীক্ষার হলে প্রবেশের সময় তাদের চেকিং, অতিরিক্ত কাগজ বা নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ রোধ ও যথাযথ কক্ষে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছি।”
এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে।
Leave a Reply