পীরগঞ্জ প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন উপজেলা ছাত্রদলের এক নেতা। আটককৃত ব্যক্তি পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম হিরা প্রধান। তিনি মিঠিপুর ইউনিয়নের একবারপুর পূর্ব পাড়ার বাসিন্দা ও মরহুম সাদা মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং একজনকে আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
পীরগঞ্জ থানার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, ছাত্রদল নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
(সংবাদটি লেখা হয়েছে বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রের ভিত্তিতে।)
Leave a Reply