1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানা মুন্সী ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১ বার পাঠ করা হয়েছে

 

মাইদুল ইসলাম শফিক ,বানারীপাড়া ।।

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফ্যাসিবাদের অন্যতম দোসর,নানা অপকর্মের হোতা অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা’কে গ্রেফতার করেছে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। ৩০ এপ্রিল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।থানা সুত্র জানিয়েছে, বানারীপাড়া থানায় বিএনপি নেতার দায়েরকৃত চাদাবাজি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ১ মে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সানা সাবেক ফ্যাসিবাদ শেখ হাসিনার দুর্সম্প্ররকীয় আত্বীয় ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিবাদের দোসর আবুল হাসানাত আবদুল্লাহ’র একান্ত কাছের লোক ছিলেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তফা জানান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে আগেই তথ্য দেওয়া হয়েছিল।১ মে বিকালে ঢাকা থেকে বানারীপাড়ায় নিয়ে আসার পরে উপজেলার চাখারের বিএনপি নেতা ফারুক সিকদারের দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামী হিসেবে তাকে বরিশালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।সানা’র বিরুদ্ধে ঢাকা’র উত্তরা থানায় ও একটি হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।

 

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুখ্যাত সন্ত্রাসী মাওলাদ হোসেন সানার গ্রেফতারের খবরে তার ফাঁসির দাবিতে ১ মে বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।এ সময় সর্বস্তরের সাধারন মানুষ ও স্বত:স্ফুত এ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা ফ্যাসিবাদের অন্যতম দোসর মাওলাদ হোসেন সানাকে কুখ্যাত সন্ত্রাসী আখ্যা দিয়ে তার ফাসির দাবি জানান।

 

উল্লেখ্যযে, নানা সমালোচিত ও অসংখ্য অপকর্মের হোতা মাওলাদ হোসেন সানা’র বিরুদ্দ্বে চাদাবাজি মামলা ছাড়া ও বানারীপাড়া এবং ঢাকায় উত্তরা পশ্চিম থানায় হত্যা ও অস্ত্র মামলা সহ ৫ টি মামলা চলমান রয়েছে।ঢাকার উত্তরা পশ্চিম থানার হত্যা মামলা নং ১২,তারিখ: ০৪/১২/২০২৪ ইং।এছাড়া ২০০৯ সালের ২৯ মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাওলাদ হোসেন সানা ও তার ছোট ভাই বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাহাদ ননী’র নেতৃত্বে বানারীপাড়া বাসষ্ট্যান্ডে স্থানীয় জনতার উপর নির্বিচারে গুলি চালালে অনেকে গুলিবিদ্ধ হয়।এ সময় তাকে গ্রেফতার করেছিলো থানা পুলিশ এবং ২০০৯ সালের ৩০ মার্চ তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়।মামলা নং ১২।

 

 

ছবির ক্যাপশন: বানারীপাড়ায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা’র ছবি,নিচে সানার ফাসির দাবিতে বানারীপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি