নিউজ ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে রবিবার রাতে যমুনায় সাক্ষাৎ করতে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাতের পর এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এখনও কেউ তা নিশ্চিত করেনি।
গুঞ্জন ও পদত্যাগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’
এর আগে নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।
নাহিদ ইসলাম গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে ১৬ আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
Leave a Reply