ডেস্ক রিপোর্টঃ
দুই-এক দিনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মধুর ক্যান্টিন থেকেই আত্মপ্রকাশ করবে। দলের জন্য প্রস্তাবিত নামের মধ্যে দুইটি নাম অনেকটাই শর্টলিস্ট করেছে আলোচনায় থাকা সমন্বয়করা। নাম দুইটি হলো-বিপ্লবী ছাত্রশক্তি এবং বাংলাদেশ ছাত্রসন্ধি। তবে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে নতুন দলের বিন্যাস নিয়ে আবারও পর্যালোচনায় বসেছে ছাত্রনেতারা।
একাধিক ছাত্রনেতার সাথে কথা বলে জানা যায়, প্রথমে কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে দুইটি আহ্বায়ক কমিটি গঠনের চিন্তাভাবনা ছিল তাদের। সেক্ষেত্রে সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে কেন্দ্রীয় আহ্বায়ক ও আব্দুল কাদেরের নাম ঢাবি শাখার আহ্বায়ক হিসেবে অনেকটা চূড়ান্ত করা হয়েছিল।
জানা যায়, বাকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ হিসেবে আব্দুল কাদেরের জুনিয়র হলেও আব্দুল কাদের নিজেই ঢাবি শাখায় থাকতে চেয়েছেন। কারণ হিসেবে আব্দুল কাদেরের ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিন্তা আছে বলে উল্লেখ করেন দল গঠনের সাথে সংশ্লিষ্ট দুই ছাত্রনেতা। তাছাড়াও, দুইটি কমিটিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো চারটি পদ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র রাখার চিন্তা থাকলেও নতুন বিন্যাস চিন্তা করছে তরুণ ছাত্রনেতারা।
নতুন ছাত্র দল গঠনের সাথে সংশ্লিষ্ট এক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন কিছু সমস্যা আবির্ভূত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দলের শীর্ষ পদে ‘স্টেক’ দাবি করছেন। সেক্ষেত্রে আমরা নতুনভাবে চিন্তা করছি কেন্দ্র এবং ঢাবি আপাতত আলাদা করে ঘোষণা না দিয়ে একটা কমিটি করার। সেখানে মুখ্য সংগঠক এবং মুখপাত্রের পদ থাকবেনা। শুধু আহ্বায়ক এবং সদস্য সচিব থাকবে। আর বাকিরা যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব হবেন।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। সেটা মধুর ক্যান্টিন থেকেই করা হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত। তবে দলের নাম এখনো চূড়ান্ত করিনি। নতুন নতুন নাম আসতেছে। আমরা-আলাপ আলোচনা করে সে সিদ্ধান্ত নেবো।
Leave a Reply