1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর যুব বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাসনাতের জামা-জুতা নিয়ে বিদ্রূপ ছাত্রদল নেতার, কমেন্টে কড়া জবাব হাসনাতের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে—হিজবুত তাহরীর পবিপ্রবি ইউনিভার্সিটি স্কয়ারে ফের স্থাপন হচ্ছে সেই এফ-৬ যুদ্ধবিমান ” স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মাওলানা আব্দুল হালিম।” রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন এর পক্ষ থেকে এতিম বাচ্চাদের মাঝে ইফতার ও এক বেলার খাবার বিতরণ হাবিপ্রবিতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ-মানববন্ধন রংপুরে ড্রাগন কারাতে একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত ১২ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

৪ বছরেও পূর্ণাঙ্গ হয়নি ছাত্রদলের কমিটি, নেপথ্যে প্রভাব বিস্তার-চাঁদাবাজি?

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮ বার পাঠ করা হয়েছে

নিউজ ডেস্ক :

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালের ৬ জুন ইমরান হোসেন প্রধানকে আহ্বায়ক এবং আল আমিনকে সদস্য সচিব করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, আহ্বায়ক কমিটির মেয়াদ ৩ মাস হলেও প্রায় ৪ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির ২০ জন সদস্যই মাঠে সক্রিয় নন। এমনকি অধিকাংশ নেতাকর্মীর ছাত্রত্বও শেষ হয়েছে অনেক আগেই। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে মাঠে না থাকলেও ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর হঠাৎ সরব হয়ে উঠেছে ছাত্রদলের একাধিক নেতাকর্মী। তবে সক্রিয় হওয়ার এই অল্প কয়েকদিনের মাঝেই প্রভাব বিস্তার, হল দখল, চাঁদাবাজি ও নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
একাধিক সূত্র জানায়, বর্তমান কমিটির আহ্বায়ক ইমরান হোসেন প্রধান দলীয় কর্মসূচির প্রতি কম মনোযোগী থাকলেও ব্যস্ত সময় পার করেন ক্যাম্পাসের বিভিন্ন দপ্তরে, শিক্ষক-কর্মকর্তাদের অফিসে মিটিংয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দীর্ঘদিনের পরিচালককে পরিবর্তনের পেছনেও ইমরান প্রধান এবং ছাত্রদলের এক যুগ্ম-আহ্বায়কের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

এছাড়াও ইমরানের আরেক অনুসারী আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিমের বিরুদ্ধেও ছিল প্রভাব বিস্তার, হল দখল ও ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ। পরে গত বছরের নভেম্বর মাসের ৮ তারিখে সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রদলের এক নেতা জানান, ক্যাফেটেরিয়ার পরিচালককে সরানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ক্ষোভ এবং ছাত্রদলের সংশ্লিষ্টতার গুঞ্জন ওঠার ফলে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও পূর্বের ক্যাফেটেরিয়া পরিচালককে পুনরায় ফিরিয়ে আনা অথবা নতুন পরিচালককে অপসারণের দাবি জানাতে সম্মত হই। তখন নতুন ক্যাফেটেরিয়ার পরিচালককে নিজের লোক বলে দাবি করেন ইমরান হোসেন প্রধান এবং সকলের নিকট দুঃখ প্রকাশ করেন।
অন্যদিকে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরেই দলীয় কার্যক্রমে অনুপস্থিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল আমিন। গত ৫ আগস্ট থেকে এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এসেছেন মাত্র একবার। বিভাগীয় যৌথ কর্মীসভা, বিএনপির ৩১ দফা কর্মশালা, ১০ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত মানবাধিকার দিবস কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটিতেই উপস্থিত ছিলেন না তিনি। অভিযোগ রয়েছে, তার চাচাগফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের রেখে যাওয়া ব্যবসা দেখাশোনাতে ব্যস্ত থাকায় তিনি ক্যাম্পাসে সক্রিয় নন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হুসাইন বলেন, বর্তমান কমিটির সদস্য সচিব আল আমিন তার এলাকা নিয়েই ব্যস্ত। সে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমেও অংশগ্রহণ করছে না। এটি ২০২১ সালের কমিটি। কমিটি আরও আগেই ভাঙার কথা থাকলেও সেসময়ে দেশের পরিস্থিতির জন্য নতুন করে আর কমিটি হয়নি। বর্তমান বাস্তবতায় যত দ্রুত নতুন কমিটি গঠন করা যায় ততই ভালো। আমরা চাই দ্রুততম সময়ে যোগ্য নেতৃত্ব বাছাই করে কমিটি করা হোক, পাশাপাশি সংগঠনের প্রতি আহ্বান থাকবে বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি