নিউজ ডেস্ক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে বুধবার ((৫ ফেব্রুয়ারি)। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তিচ্ছুদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। গত ২৭ জানুয়ারি বেলা ১২টা ১মিনিট থেকে শুরু হয়েছে। বিস্তারিত তথ্য (http//:admission.ru.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
ওয়েবসাইটের হোম পেজে ‘Start Preliminary Application’ বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর (Captcha) যথাস্থানে ইনপুট দিতে হবে।
সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করলে ‘Student Panel’ প্রদর্শিত হবে, যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য ও আবেদনযোগ্য ইউনিটসমূহ দেখা যাবে। কোনো আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে না পাওয়া গেলে ‘Complain Box’-এর মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ (প্রয়োজনীয় তথ্যাদিসহ) প্রদান করতে পারবে। প্রদানকৃত তথ্য পর্যবেক্ষণ করে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হবে।
কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে Technical-Vocational/BM/DCOM এবং GCE, BFA ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীরা এইচএসসি/সমমান বোর্ডের স্থলে Others (GCE-A Level/Diploma/BFA) সিলেক্ট করবে।
প্রাথমিক আবেদন প্রক্রিয়া যেভাবে শুরু করবেনমোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশন: Student Panel-এ এখানে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের জন্য ‘Mobile No. Verification’ বাটন পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না।
প্রার্থীর ভর্তিসংক্রান্ত সব তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে। মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করা প্রয়োজন। ভুল নম্বর প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Leave a Reply