হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতার লক্ষ্যে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দল।
আজ ৫ মে (সোমবার) A ইউনিটের ৩ টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ২য় শিফটে অংশগ্রহণকারী এক পরিক্ষার্থী গুরুতর অসুস্থ হওয়ায় রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার রা (সেচ্চাসেবক) দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পৌঁছাই দেয় হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দল।
এই বিষয়ে হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান দলনেতা রাহাতুল গনি জানান, সেই সময় ঘটনাস্থলে ডিউটিতে ছিলাম। পরীক্ষার্থীর অসুস্থতার কথা জেনে, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফার্স্ট এইড ট্রেনিং প্রাপ্ত নারী ভলেন্টিয়ারের সাহায্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেলে পাঠানো হয়।
তিনি আরো জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত সকল পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দল।
Leave a Reply