1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

ইবিতে খাসিয়া অধিকার বিষয়ক পিএইচডি সেমিনার

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫ বার পাঠ করা হয়েছে

 

সুবংকর রায়, ইবি প্রতিনিধি।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব ইনডিজেনিয়াস পিপল: দ্যা কেইস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

গবেষণার বিষয়বস্তু ছিলো “Observance on Land Ownership and Land Loss Among the Khasia Community in Bangladesh”. গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার।

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হালিমা খাতুন, আলফিক্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

গবেষক সহকারী অধ্যাপক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু ছিল- বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এছাড়াও আরো বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী রয়েছে। এই জনগোষ্ঠীরা বিভিন্ন সময়ে ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে বিদ্যমান আইন সংশোধন করে অথবা নতুন আইন প্রণয়নের মাধ্যমে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান ভূমি সংক্রান্ত আইন পরিবর্তন বা সংশোধনীর মাধ্যমে বিদ্যমান ল্যান্ড ট্রাইবুনালের পাশাপাশি ভূমি আদালত গঠন করা, সংশ্লিষ্ট দপ্তরে ভূমি এক্সপার্ট নিয়োগ ও ভূমি সংশ্লিষ্ট অপরাধ দমনের লক্ষ্যে পুলিশদের থেকে স্পেশাল ব্রাঞ্চ গঠন করার ওপর আলোকপাত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি