1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

কারিগরি শিক্ষকদের ১৫ দফা দাবি বাস্তবায়নে সময়সীমা, নইলে ঢাকায় আমরণ অনশন

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫ বার পাঠ করা হয়েছে

 

র,প,ই প্রতিনিধি: শরিফ মন্ডল

৪ মে রোজ রবিবার
কারিগরি শিক্ষাখাতে দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য ও প্রশাসনিক অদূরদর্শিতার প্রতিবাদে এবার রাস্তায় নেমেছেন দেশের কারিগরি, কৃষি ডিপ্লোমা ও বিএম শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকরা। রোববার (৪ মে) সকাল থেকে তাঁরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, মোট ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ঘেরাও চলাকালে অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মৌখিকভাবে দাবি পূরণের আশ্বাস দেন। তবে শিক্ষক নেতারা বলেন, “শুধু আশ্বাসে কাজ হবে না, এবার সময়সীমা বেঁধে দিয়েছি। দ্রুত দাবি মানা না হলে ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।”

শিক্ষক প্রতিনিধিদের মতে, দাবি অনুযায়ী—নবায়ন ফি হ্রাস, পুরনো নিয়োগপ্রাপ্তদের বদলি, সকল ট্রেডকে এমপিওর আওতায় আনা, শিক্ষাক্রম সংশোধন, পর্যাপ্ত পাঠ্যবই নিশ্চিতকরণ, বোর্ড ফি নির্ধারণে স্বচ্ছতা, ও প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থা সময়ের দাবি।

তারা আরও অভিযোগ করেন, “কারিগরি শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি খাত আজও অবহেলিত। প্রয়োজনীয় বরাদ্দ, অবকাঠামো কিংবা জনবল কিছুই নেই যথাযথভাবে। অথচ এই শিক্ষাখাত দেশের কর্মমুখী মানবসম্পদ গঠনের প্রধান ভিত্তি।”

এদিকে আন্দোলনের পরবর্তী ধাপে ঢাকামুখী কর্মসূচি এবং পর্যায়ক্রমে ক্লাস বর্জনেরও আভাস মিলেছে নেতাদের বক্তব্যে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি