৩০ এপ্রিল ২০২৫
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ রাত ১২টার মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন টিডিসিকে জানান, “উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে কাজ করছি। বর্তমানে সবকিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তাদের রোল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফল জানতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফলাফলের লিংক শেয়ার করা হবে।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত হয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা। ফলাফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া শুরুর বিষয়ে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a Reply