বাংলাদেশ রেলওয়ের নতুন সংশোধিত সময়সূচি অনুযায়ী, আজ ১০ মার্চ থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নতুন সময় অনুযায়ী চলাচল শুরু করেছে।
নতুন সময়সূচি অনুযায়ী, কুড়িগ্রাম এক্সপ্রেস এখন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, যা আগে ছিল সকাল ৭টা ২০ মিনিটে। অপরদিকে, ঢাকা থেকে ট্রেনটি রাত ৮টায় কুড়িগ্রামের উদ্দেশ্যে ছাড়বে, যা পূর্বে ছিল রাত ৮টা ৪৫ মিনিটে।
এছাড়া, ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিনও পরিবর্তন করা হয়েছে। পূর্বে এটি বুধবার বন্ধ থাকলেও এখন থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।
নতুন সময়সূচির ফলে যাত্রীরা আরও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং ট্রেন চলাচলের বিলম্বজনিত সমস্যাও কমে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে রমনা লোকাল ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি সম্পর্কে যাত্রীদের যথাযথভাবে অবগত হওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
Leave a Reply