দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানির ঘটনা রোধে আইন তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য ‘কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ এবং সুরক্ষা আইন, ২০২৫’ এর খসড়া করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, ‘কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানি রোধে আইনের খসড়া তৈরি করা হয়েছে। আইন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেছি। সভা হবে। এর মধ্যে আমরা খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়ারও কাজ করছি।’
খসড়া আইনে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগ গ্রহণ এবং তদন্ত পরিচালনা ও সুপারিশ করার জন্য প্রতিটি কর্মক্ষেত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করবে। তবে যেখানে কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস বা প্রশাসনিক ইউনিট বিভিন্ন জেলায় অবস্থিত, সেক্ষেত্রে সব প্রশাসনিক ইউনিট বা অফিসে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করতে পারবে।
সংক্ষুব্ধ ব্যক্তি নিজে বা তার কোনো মনোনীত প্রতিনিধি বা যার সামনে ঘটনা ঘটেছে, তিনি অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে লিখিত বা মৌখিকভাবে বা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারবেন বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।
কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যৌন হয়রানির ঘটনার তিন মাসের মধ্যে এবং একাধিক ঘটনার ক্ষেত্রে সর্বশেষ ঘটনার তিন মাসের মধ্যে কমিটির কাছে লিখিত অভিযোগ করতে পারবেন। অভিযোগ দাখিলের ৯০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। তদন্ত শেষ হওয়ার ১০ দিনের মধ্যে অভ্যন্তরীণ কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের একটি প্রতিবেদন সরবরাহ করবে
Leave a Reply