মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার জামায়াত কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল। এছাড়াও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর শিক্ষা দেয়।” তিনি সমাজে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি এনামুল হক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply