নিউজ ডেস্ক :
এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন নন এমপিও শিক্ষকরা। সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় এ বিক্ষোভ করার ঘোষণা দেন তারা।
এরআগে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তাদের দাবিগুলো তুলে ধরেন।
তারা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতিই একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও’র নীতিমালা কার্যকর করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল, কৃষি ও ডিগ্রি কলেজ) একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান
Leave a Reply