স্টাফ রিপোর্টার :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিতর্কিত পোস্টকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শুকুরহাট এলাকার কাপড় ব্যবসায়ী ও বিএনপি কর্মী রতন সরকার ফেসবুকে একটি পোস্টে রাসূল (সা.)-এর শানের সঙ্গে রাজনৈতিক নেতার নাম মিলিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।
রতন সরকারের পোস্টে লেখা ছিল— “ভিক্ষা করা হালাল বাণি [এই প্রজন্মের নবী] আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ডাঃ শফিকুর রহমান আউলিয়া অমরেশপুরি দরবেশ বাবা ২”। এই পোস্টের মাধ্যমে তিনি রাজনৈতিক নেতাকে রাসূল (সা.)-এর অবস্থানের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে, যা অনেকের দৃষ্টিতে ইসলাম অবমাননার শামিল।
এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পোস্টদাতার দ্রুত আইনি শাস্তির দাবি করেছেন। নেটিজেনদের অনেকে এটিকে স্পষ্ট ধর্মীয় অবমাননা হিসেবে আখ্যা দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ ধরনের পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় আলেম-ওলামারা ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।
এ বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছে স্থানীয় জনগণ।
Leave a Reply