নিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের এক শিক্ষকের উপর মারধর ও লাঞ্ছনার ঘটনায় মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মিরপুর ১১ তে ওই শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটে।
বাস আটক করে শিক্ষার্থীরা বলেন, ‘বাসের ড্রাইভার ও হেলপার কর্তৃক ঢাবি শিক্ষকের গায়ে হাত দেওয়া এবং বাঁশ দিয়ে মাথায় আঘাত করার প্রতিবাদ স্বরূপ মিরপুর সুপার লিংক বাসের চলাচল সাময়িক ভাবে বন্ধ করা হলো। এই পর্যন্ত পাঁচটি বাস আটকে আমরা গণিত ভবনে নিয়ে এসেছি। কোনরকম মব হয়নি। তাদের কোম্পানির সব বাস সেন্ট্রাল ফিল্ড এ জমা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
উল্লেখ্য, গণিত বিভাগের শিক্ষক আদিব শাহরিয়ার জামান যাওয়ার সময় মিরপুর সুপার লিংকের একটি বাসে যাত্রার সময় হেল্পার ও বাস চালকের সাথে কথা কাটাকাটি হয়। ওই শিক্ষক তার গন্তব্যে নামলে তার সাথে ড্রাইভার ও হেল্পারও নামেন। এক পর্যায়ে বাস ড্রাইভার বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করেন এবং পেটে লাথি ও গেঞ্জি ধরে টেনে ছিড়ে ফেলে।
Leave a Reply