নিউজ ডেস্ক :
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও যুক্তিবোধ জাগ্রত করার লক্ষ্যে ডিবেটিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২১ তারিখ প্রতিষ্ঠানের অডিটোরিয়াম হলে আয়োজিত এক সেমিনারের মাধ্যমে ক্লাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নুরুল ইসলাম । তিনি বলেন, “শিক্ষার্থীদের যুক্তিকাঠামো গঠন ও মেধার বিকাশে ডিবেটিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কেবল শিক্ষার্থীদের বাগ্মিতা ও আত্মবিশ্বাস বাড়াবে না, বরং তাদের বিশ্লেষণাত্মক চিন্তার বিকাশেও সহায়তা করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা ক্লাবের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তাধারাকে আরও শাণিত করার সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply