গভীর রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচল ঠেকাতে ‘সান্ধ্য আইন’ জারির পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শিক্ষার্থীদের বিরোধিতার কারণে তা বাস্তবায়ন করতে পারেনি। এবার রাতের ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঘোরাফেরা বন্ধে ভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে কর্তৃপক্ষ। ইবিতে রাত ১২টার মধ্যেই প্রক্টরিয়াল বডির নির্দেশে দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। এর লিখিত নির্দেশনা না থাকলেও ‘ওপরের স্যারদের নির্দেশে’ তা বাস্তবায়ন করছেন নিরাপত্তাকর্মীরা। এতে শিক্ষার্থীদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি না করলেও মৌখিক নির্দেশ দিয়ে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় স্কুল-কলেজের মতো বিধিনিষেধ ভালোভাবে নিচ্ছেন না তারা। ইতোপূর্বে প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সাধারণ সভায় ছাত্র-ছাত্রীদের রাতে হলে প্রবেশের সময় নির্ধারণ করা হয়।
Leave a Reply