ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনে (রেজিস্ট্রার বিল্ডিং) অনিয়ম আর ভোগান্তির যেন শেষ নেই। এবার মেয়াদ শেষ হওয়ার পর এক শিক্ষার্থীকে জানানো হল স্কলারশিপ পাওয়ার খবর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী।
পোস্টে তাসনিয়া আনজুম তিশা নামের ওই শিক্ষার্থী লেখেন, ভাই ও আইনজীবী বন্ধুরা, ইউরোপের মর্যাদাপূর্ণ উচ্চতর স্টাডি প্রোগ্রাম ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে আমার মনোনয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনের শেষ তারিখের পর পাঠিয়েছে। ফলে আমার স্কলারশিপ বাতিল হয়েছে। এই বিষয়ে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারি।
বিষয়টি নিয়ে ভুক্তভুগী শিক্ষার্থী তাসনিয়া আনজুম তিশা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই বিষয়ে আমি এখন বিস্তারিত জানাতে চাচ্ছি না। সমস্যাটি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমার আলোচনা চলছে।
Leave a Reply