1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের ১৭২ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০ বার পাঠ করা হয়েছে

 নিউজ ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রদল। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।মামলার আসামিদের মধ্যে রয়েছেন জাবি ছাত্রলীগের তৎকালীন সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি জোবায়ের রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আর রাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকারসহ মোট ১৭২ জন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাবি ছাত্রদলের নেতারা জানান, গত ১৪ থেকে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর নির্মম ও পৈশাচিক হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন শিক্ষার্থীর ধারণ করা ভিডিও ফুটেজ থেকে হামলায় জড়িত ১৭২ জনকে শনাক্ত করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে ১৭২ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছে ছাত্রদল।
এ বিষয়ে ছাত্রদলের শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য প্রমাণ সংগ্রহ সেলের প্রধান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও প্রশাসনের সম্মিলিত বর্বর হামলায় সাধারণ ছাত্রছাত্রী, সাংবাদিক ও শিক্ষকরা মারাত্মক আহত হয়। এই হামলায় যুক্ত প্রত্যেক সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বদ্ধপরিকর, তারই প্রেক্ষাপটে আজ জাবি ছাত্রদল জুলাই আন্দোলনে হামলাকারীদের নামে মামলা করে। আমরা আশা করি, প্রশাসন ও নির্যাতিতরা মামলার জন্য প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ সংগঠনটির সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে ভূমিকা নেবে।  এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, ছাত্রদলের মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি