1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

এবার জানা গেল সারজিসের স্ত্রীর নাম

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৮ বার পাঠ করা হয়েছে

নিউজ ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।  তার বিয়ের খবর নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সারজিসকে বিয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
খোঁজ নিয়ে জানা গেছে, সারজিস আলমের স্ত্রী হাফেজা রাইতা বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বাসিন্দা ব্যারিস্টার লুৎফর রহমানের মেয়ে। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। পবিত্র কোরআনের হাফেজা রাইতা সবসময় পর্দা মেনে চলেন।আরও জানা যায়, ব্যারিস্টার লুৎফর রহমান বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত ব্যস্ততার কারণে তিনি রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে পরিবারসহ বসবাস করেন।
সারজিস আলমের শশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন।
সারজিস আলমের জন্ম পঞ্চগড়ে, ১৯৯৮ সালের ২ জুলাই। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হল সংসদে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবেও অংশ নেন।  সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি