1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

নোবিপ্রবিতে ঈদের ছুটি শেষে বন্ধ অধিকাংশ খাবারের দোকান – ভোগান্তিতে শিক্ষার্থীরা

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

 

মো: নাঈমুর রহমান

নোবিপ্রবি প্রতিনিধি

 

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) খুলেছে গত ৬ এপ্রিল। তবে বিশ্ববিদ্যালয় খোলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অধিকাংশ খাবারের দোকান এখনো বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্যাম্পাসে ফেরা শিক্ষার্থীরা।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের খাবারের দোকান, পকেট গেটের টঙের বেশিরভাগ দোকান এবং আব্দুল মালেক উকিল হলের ডাইনিং এখনো চালু হয়নি।

 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকলাইন মোসতাক বলেন, “বিশ্ববিদ্যালয় খোলার পরও খাবারের দোকানগুলো তাদের ইচ্ছামতো চালু করে। এতে আমরা খাবার নিয়ে সমস্যায় পড়ি। এসব দোকান নিয়মমাফিক চালু রাখতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”

 

আব্দুল মালেক উকিল হলের ডাইনিং ম্যানেজার মো. ইয়াসিন জানান, বিশ্ববিদ্যালয় খোলার পরপরই শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় ডাইনিং চালু করা হয়নি। কমসংখ্যক শিক্ষার্থী থাকলে শ্রমিকদের বেতন পরিশোধ করে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয় না বলেও জানান তিনি।

 

এ প্রসঙ্গে হলটির প্রভোস্ট ড. মো. তসলিম মাহমুদ বলেন, “ এক সহকারী প্রভোস্টের মাধ্যমে ডাইনিং চালু করার ব্যাপারে জানানো হলেও সেটি চালু করা হয়নি। আগামী সপ্তাহে সহকারী প্রভোস্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি