নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
‘একই সুতার বন্ধনে,রাষ্ট্রবিজ্ঞান মিলিত হবে প্রিয় প্রাঙ্গনে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম পুনর্মিলনী ও এলামনাই গঠন উপলক্ষে সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ মে) বিকেল ৪ টায় রাজশাহী কলেজের মহসীন ভবনের ১৭ নং গ্যালারি কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ তায়েজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় শিক্ষকদের নির্দেশনামতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এলামন্যাই নিয়ে বক্তব্য, মতামত ও আলোচনা পর্ব শেষে বিভাগীয় প্রধান মোঃ তায়েজুল ইসলাম কে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট এলামনাই কমিটি গঠন করা হয়।এছাড়াও এলামনাই এর কার্যক্রম পরিচালনার জন্য ১৩টি উপকমিটি গঠন করদ হয়। এছাড়া পুনর্মিলনীর সম্ভাব্য তারিখ ও শিক্ষার্থীদের চাঁদার পরিমান নির্ধারণ করা হয় এই সভায়।
এ বিষয়ে, বিভাগীয় প্রধান বলেন,শিক্ষার্থীদের এই উদ্যোগে আমি সম্পূর্ণ সমর্থন করছি।এতে সাবেক ও বর্তমানের সম্মেলন ঘটবে যাতে বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।তোমরা সকলেই নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে।
এছাড়া প্রফেসর মোঃ আব্দুস সালাম বলেন,’ শিক্ষার্থীদের এই এলামন্যাই প্রোগ্রামে আমরা সর্বাত্মক সহযেগিতা করব।তোমাদের এই আয়োজন সফল হোক।
এছাড়া এই পুনর্মিলনীর উদ্যোগ গ্রহণকারী অনার্স ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ আবির বলেন,আমি এই প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য কিছু স্যার ও বড় ভাইদের সাথে আলোচনা করে উদ্যোগ গ্রহণ করি।এরপর জুনিয়রদের থেকে ব্যপক সাড়া পাই।আমি নিঃসন্দেহে বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইতিহাসের সেরা আয়োজন করবে।
এছাড়া,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দর ও সাফল্যের সাথে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী সকল শিক্ষার্থীরা।তারা সকলেই এই বৃহৎ আয়োজনের জন্য উচ্ছ্বসিত অনুভূতি ব্যক্ত করেন।
Leave a Reply