নিশান খান,জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আইন ও বিচার বিভাগের ১৪ বছরেও মেলেনি স্থায়ী ভবন, নেই পর্যাপ্ত শিক্ষক। ১ টি ক্লাসরুম দিয়েই চলছে শ্রেণি কার্যক্রম। শিক্ষক রয়েছেন ২ জন।
বিভিন্ন সমস্যার জর্জরিত এই বিভাগের মূল সমস্যায় রয়েছে শিক্ষক সংকট। নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়ায় যথেষ্ট শিক্ষক নেই। আবার ১১ জন শিক্ষকের ৯ জনই আছেন শিক্ষা ছুটিতে। সম্পূর্ণ বিভাগের শিক্ষা কার্যক্রম অতিথি শিক্ষকদের উপর নির্ভরশীল।
শ্রেণিকক্ষ সংকট থাকায় ৫ ব্যাচের ক্লাস চালু রাখা খুবই দুঃসাধ্য হয়ে পরে। দিনের একটি নির্দিষ্ট সময় অন্য বিভাগের ক্লাসরুম ব্যবহারের অনুমতি থাকায় কোনরকম সমাধান হয়েছে এই সমস্যার।এমতাবস্থায় সকল সমস্যার স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা।
শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের বিষয়ে আইন ছাত্রসংসদের সহ-সাধারন সম্পাদক কাউসার আলম কাজল বলেন, ‘আইন অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্থায়ী ভবন। এই প্রাণের দাবিটি আদায়ের জন্য বিভিন্ন সময় আন্দোলন ও প্রশাসনের বিভিন্ন মহলে দেনদরবার করে আশ্বাস আর কাব্যিক কিছু কথা ছাড়া আমরা কিছুই পাইনি। ১ টি শ্রেণিকক্ষ, মাত্র ২ জন শিক্ষক আর ১৭ জন অতিথি শিক্ষকের মাধ্যমে চলছে আমাদের শ্রেণি কার্যক্রম। মেধার স্বাক্ষর রেখে হিমালয়সম স্বপ্ন নিয়ে এই বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের শিক্ষার সর্বনিম্ন সুযোগ-সুবিধাও পায়নি, এটিই আইন অনুষদের ১৪ বছরের ইতিহাস। আমরা এই সমস্যা সমাধানে প্রশাসনের সদিচ্ছা কামনা করছি।’
এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষক সংকট রয়েছে আইন বিভাগে। দু:খজনকভাবে, সেখানে ২ জন স্থায়ী শিক্ষক ও ১৭ জন অতিথি শিক্ষকের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অথচ, এটার উল্টো চিত্র হওয়া উচিত ছিল। আমরা খুব দ্রুতই শিক্ষক নিয়োগের ব্যবস্থা করব। এছাড়াও, অফিসিয়ালি তাদের ১টি ক্লাসরুম থাকলেও আমরা ২ টি অস্থায়ী ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছি। সাময়িক সমস্যা সমাধানে জন্য আগামী ৬ মাসের মধ্যে লেকচার থিয়েটারের একটা ফ্লোর আইন বিভাগকে দেওয়া হবে।’
Leave a Reply