তা’মীরুল মিল্লাত প্রতিনিধি – মো: সাব্বির হোসাইন
টঙ্গীস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সৌন্দর্য বৃদ্ধিতে এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদ্রাসার বর্তমান সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা হেফজুর রহমান প্রতিষ্ঠানের পরিবেশ মনোরম করে তোলার লক্ষ্যে একটি সৌন্দর্য বৃদ্ধি কমিটি গঠন করেছেন। গতকাল আলিম শ্রেণির ক্যাপ্টেনদের সাথে এক মতবিনিময় সভায় অধ্যক্ষ মহোদয় এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
আজ সরেজমিনে দেখা যায়, নবগঠিত সৌন্দর্য কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে মাদ্রাসার প্রশাসনিক ভবনের সম্মুখভাগে ইতোমধ্যে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের প্রবেশমুখে এক স্নিগ্ধ ও সবুজ আবহ তৈরি করেছে।
এ প্রসঙ্গে অধ্যক্ষ মাওলানা হেফজুর রহমান বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা নিঃসন্দেহে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। তবে প্রতিষ্ঠানের ভবন এবং অবকাঠামোগত কিছু বিষয় এখনও আধুনিক ও গোছানো নয়। বিশেষ করে, শ্রেণিকক্ষ ও অডিটোরিয়ামের মাঝে পিলার থাকার কারণে এর সৌন্দর্য ব্যাহত হচ্ছে। যারা পূর্বে এই নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন, তাদের আরও সুন্দর পরিকল্পনা করে কাজ করা উচিত ছিল।”
তিনি আরও জানান, মাদ্রাসার ঐতিহাসিক পুকুরের পাড়ে দীর্ঘদিন ধরে যে ময়লার স্তূপ দেখা যেত, সৌন্দর্য কমিটির উদ্যোগে সেই ময়লার বিন সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও, পুকুরের পাড়ে বেশ কয়েকটি পরিত্যক্ত বাস রাখা ছিল, যা তিনি ব্যক্তিগত তত্ত্বাবধানে অপসারণ করেছেন।
অধ্যক্ষ মহোদয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তা’মীরুল মিল্লাতের পরিবেশকে আরও আকর্ষণীয় ও সবুজময় করে তুলতে মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। এই সৌন্দর্য বৃদ্ধি কমিটি নিয়মিতভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবে এবং পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদ্রাসার পরিবেশ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
Leave a Reply