স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে জামাল শেখ (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
আজ সোমবার (০৫ মে) রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান চালক জামাল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার কাহালপুর গ্রামের মোহাম্মদ আব্দুল জলিল শেখের ছেলে।
ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, দুপুরে জামাল শেখ নিজের ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সাতপাড় থেকে বৌলতলী যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গান্ধিয়াশুরে পৌঁছালে ভ্যানটি উল্টে গেলে মারাত্মক আহত হন। পরে পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান
Leave a Reply