প্রতিবেদক :-মো:সাব্বির হোসাইন
প্রকৃতির অপ্রত্যাশিত দানে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ক্যাম্পাস ভরে উঠেছে বিভিন্ন ফলে। আম, জাম, কাঁঠাল, পেয়ারার বাম্পার ফলন দেখে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত। সামান্য পরিচর্যাতেই এমন প্রাচুর্য অবাক করেছে সবাইকে।
তবে নজর কেড়েছে কাঁঠালের ফলন। মাদরাসার গাছগুলোতে থোকায় থোকায় ঝুলে থাকা কাঁঠাল ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণ। এছাড়াও ৫৫টি ডাব গাছে ধরেছে অগুনতি ডাব। এই ফলন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ এনে দিয়েছে।
তবে এই আনন্দের মাঝে শিক্ষার্থীদের মনে উঁকি দিচ্ছে একটি প্রশ্ন – এত ফল থেকে প্রাপ্ত লভ্যাংশ কীভাবে ব্যবহার করা হবে? শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, “আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলুক।” তারা ফল ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা আশা করছেন।
এদিকে, মাদরাসার অধ্যক্ষের উদ্যোগে ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে একটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুতই মাদরাসার পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে।
সবমিলিয়ে, তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের এই অপ্রত্যাশিত ফলন একদিকে যেমন আনন্দের, তেমনি ফল ব্যবস্থাপনার একটি সুস্পষ্ট দিকনির্দেশনার প্রত্যাশাও তৈরি করেছে শিক্ষার্থীদের মনে। এখন দেখার বিষয়, মাদরাসা কর্তৃপক্ষ এই বিষয়ে কতটা আলোকপাত করে এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসার সমাধান করে
Leave a Reply