খুবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌকির আহমেদ আবিদের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলার কৃতি সন্তান আবিদের মৃত্যু সংবাদে পরিবার ও বিশ্ববিদ্যালয় পরিবারে চরম শোকের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা প্রকাশ করে বলেন, “আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”
হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার ঘটনাস্থলে পুলিশের দ্রুত পদক্ষেপের কথা উল্লেখ করে জানান, “মামলার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
গত কয়েক মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা। মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেবা জোরদারের দাবি জানিয়েছে শিক্ষার্থী সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হবে।
মরদেহ সাতক্ষীরায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরায় তার দাফন সম্পন্ন হবে।
Leave a Reply