তা’মীরুল মিল্লাত প্রতিনিধি -মো:সাব্বির হোসাইন
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আজ শনিবার (৩ মে, ২০২৫) সকালে গাজীপুরের টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেছেন। দেশব্যাপী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০২৩ আজ থেকে শুরু হয়েছে। এই পাবলিক পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই ভিসি মহোদয় এই পরিদর্শনে আসেন।
সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এই কামিল পরীক্ষায় মোট ১৪৯টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনের সময় ভিসির সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
এ সময় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ড. হেফজুর রহমান, উপাধ্যক্ষ জনাব মিজানুর রহমান ও প্রতিষ্ঠানের প্রভাষক আবুল হাসান ইব্রাহিম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা অত্যন্ত মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেন। তাঁরা পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন ব্যবস্থা, প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম পরীক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভিসি বলেন, “ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের আজকের এই পরিদর্শন তারই অংশ। আমরা চাই, শিক্ষার্থীরা কোনো প্রকার অসদুপায় অবলম্বন ছাড়াই তাদের মেধার সঠিক মূল্যায়ন পাক।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং নকলমুক্ত পরীক্ষা সম্পন্ন করার জন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য কর্মকর্তাদের আগমনকে স্বাগত জানান এবং তাঁদের মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাদরাসা কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মকানুন মেনে চলে একটি সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করছে।
উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল পরীক্ষা দেশের ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান ও আরবি ভাষায় উচ্চতর ডিগ্রি অর্জন করে থাকেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের আকস্মিক পরিদর্শন একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করবে, তেমনি অন্যদিকে পরীক্ষার্থীরাও একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে আশা করা যায়।
Leave a Reply