1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

তা’মীরুল মিল্লাত টঙ্গী’তে আলিম থানার কৃতি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত 

  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১২ বার পাঠ করা হয়েছে

 

তা’মীরুল মিল্লাত প্রতিনিধি -মো:সাব্বির হোসাইন

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তা’মীরুল মিল্লাত শাখা, আলিম থানার উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করা হয়েছে। গত ২৭শে এপ্রিল মাদ্রাসার আইসিটি ল্যাবে “Shibir Meets Brilliance: Excellence Felicitation-2025” শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের (সেশন ২০২৫-২০২৬) প্রথম সেমিস্টার পরীক্ষার প্রথম দশ স্থান অধিকারী মেধাবী ছাত্রদের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র সম্মানিত অধ্যক্ষ, শিক্ষাবিদ ড. হেফজুর রহমান। প্রধান আলোচকের আসন অলংকৃত করেন ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত শাখার সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ ইকবাল কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহিউদ্দীন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মডেল ইনস্টিটিউট শাখার অর্থ সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ এবং এই মাদ্রাসার দুই প্রাক্তন উজ্জ্বল নক্ষত্র – সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী হাসিবুর রহমান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র রাকিবুল হাসান রাফি। তাদের উপস্থিতি বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

আলিম থানা সভাপতি শোয়াইবুর রহমান রাকিবের সুনিপুণ পরিচালনায় এবং সুলতান মাহমুদ ওবায়েদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর প্রধান আকর্ষণ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের তাদের অসাধারণ ফলাফলের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. হেফজুর রহমান শিক্ষার্থীদের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, এই মেধাবী ছাত্ররাই আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। প্রধান আলোচক মুহাম্মদ ইকবাল কবির জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার এবং দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অন্যান্য অতিথিবৃন্দও তাদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের আরও ভালো করার প্রেরণা জোগান।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের আন্তরিক উপস্থিতিতে “Shibir Meets Brilliance: Excellence Felicitation-2025” অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এই আয়োজন মেধাবী শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনা করতে এবং ভবিষ্যতে আরও ভালো ফল করতে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি