নিশান খান
জাবি প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত ও মেহনতী রিকশাচালকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের জাবি টিম।
আজ বৃহস্পতিবার (০১ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রিকশাচালক ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা জমিয়ে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন।
এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ খাবার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি কেবল খাবার বিতরণ নয়, বরং মেহনতী মানুষের পাশে থাকার একটি আন্তরিক প্রচেষ্টা। গত ১৪ বছর ধরে আমরা শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছি।”
জাবি টিমের সংগঠক ও সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন ইমন বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এবং তাদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে আর্তমানবতার সেবায় নিয়োজিত আছি।”
এই আয়োজনে ইমন, রেদওয়ান, ইবনান, রিফাতসহ লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, ঈদে নতুন জামা ও শীতকালে কম্বল বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি দেশের পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায়ও কাজ করে যাচ্ছে।
Leave a Reply